সব
সরকারি চাকুরিতে প্রবেশের বয়স বৃদ্ধিসহ ৪দফা দাবীতে দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা সাধারন ছাত্র কল্যাণ পরিষদ। শনিবার বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় মহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক শাহ নাজিব উদ্দিনের সভাপতিত্বে ও সমন্বয়ক নিহার রঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা চার দফা দাবী উত্থাপন করেন। দাবীগুলো হলো, সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা, সরকারি চাকুরির জন্য আবেদন ফি কমিয়ে ৫০-১০০ টাকা নির্ধারণ করা, নিয়োগ পরীক্ষাগুলো জেলা বা বিভাগীয় পর্যায়ে নেয়া, ৩ থেকে ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন আশিষ কান্তি তালুকদার, ঝলক দাস, সজল দাস, হিরেন্দ্র মজুমদার, নাসির উদ্দিন, প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি