সমাজে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি গাজী মোহাম্মাদ শাহনওয়াজ মিলাদ।রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে এমপি মিলাদ গাজীর বাসভবনে অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়।

এসময় হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি গাজী মোহাম্মাদ শাহনওয়াজ মিলাদ সাংবাদিকদের বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রচারের মাধ্যমে দূর্নীতিবাজদের ধরতে বিশাল ভূমিকা রাখছে সাংবাদিকরা।এজন্য সমাজে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। আমি মহান আল্লাহর কাছে সাংবাদিকদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সব সময় ভাল রাখেন। এমপি মিলাদ আরোও বলেন, দূর্নীতির সংবাদ প্রকাশের পাশাপাশি সমাজের অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত গণমানুষের সমস্যার কথা ও গুরুত্ব সহকারে তুলে ধরছে সাংবাদিকরা। এজন্য সকল সাংবাদিককে ধন্যবাদ জানান তিনি।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল মিয়া,তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার,সদস্য মোঃ সফিকুল ইসলাম নাহিদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি