সব
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে অদম্য পাঠশালা পরিচালিত হচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পীরেরবাজারে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
করোনাকালে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানো, যাদের অনলাইনে ক্লাস করা এবং গৃহশিক্ষক রেখে প্রাইভেট পড়ার সুযোগ নেই তাদের জন্য বিনাবেতনের স্কুল ‘অদম্য পাঠশালা’। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্থানেও ‘অদম্য পাঠশালা’ এর শিক্ষা সহায়তার কার্যক্রম পরিচালিত হবে।
আজকের অদম্য পাঠশালায় পাঠদানে উপস্থিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা, ইমন আহমদ, শিক্ষকমলন্ডলীর মধ্যে আবু সাইদ সোহাগ (ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), শাহিন আহমদ (সিলেট সরকারী কলেজ), নাইম আহমদ (সিলেট পলিটেকনিক) প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি