সব
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নিজাম উদ্দিন,স্ত্রী ও মেয়েসহ করোনা মুক্ত হয়েছেন। গত কাল সোমবার রির্পোটে করোনা নেগেটিভ আসে। এর সত্যতা নিশ্চিত করেছেন তিনি নিজেই। এর পূর্বে তিনি গত ১৭ই জুন সুনামগঞ্জ জেলা হাসপাতালে নমুনা পরীক্ষা করার পর ১৮জুন বৃহস্পতিবার সকালের প্রাপ্ত রিপোর্টে তিনিসহ স্ত্রী ও মেয়েসহ করোনা পজিটিভ হিসেবে ধরা পরে। এরপর তিনি সুনামগঞ্জ শহরে নিজের বাসায় একমাস ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আইসোলেশনে ছিলেন। তিনি জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সেলিম আহমদের আপন বড়ভাই। সাবেক চেয়ারম্যান,বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন জানান,বিগত ১ মাস আগে আমি,আমার সহধর্মিণী ও আমার মেয়ের বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। দীর্ঘ এক মাস আমি চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী আমার পরিবার নিয়ে হোম আইসোলেশন এ থেকে প্রয়োজনীয় ঔষধ সেবন করি। পরম করুণাময় মহান রাব্বুল আল আমিন এর অশেষ রহমতে আমি,আমার স্ত্রী ও কন্যার করোনা নেগেটিভ এসেছে। আমি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আল আমিন এর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাতে সকল আত্মীয়,বন্ধু বান্ধব,রাজনৈতিক সকল নেতা-কর্মী সহকর্মী, প্রশাসন,স্বাস্থ্যবিভাগ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি যারা আমার এই অসুস্থতা জনিত সময়ে প্রতিনিয়ত ফোনে খোজখবর রেখেছেন, সহমর্মিতা প্রকাশ করেছেন, দোয়া করেছেন। আপনারা আমার এই অসুস্থতার সময়ে যেভাবে আমার পাশে থেকেছেন, মনোবল দিয়েছেন আপনাদের এই ঋণ আমি জীবনে ও শোধ করতে পারবো না। দোয়া করবে সবসময় যেন এভাবে আপনাদের ভালোবাসায় থাকতে পারি আর আপনাদের কল্যানেই বাকী জীবন কাজ করতে পারি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি