সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে চান সাংবাদিক হাসিনা বেগম

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন কিনে জমা দিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

নারী সাংবাদিক ও রাজনীতিবিদ হাসিনা বেগম চৌধুরী সিলেটের কিংবদন্তী সাংবাদিক ও শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর সহধর্মিনী, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাপ্তাহিক গ্রাম সুরমার সম্পাদক ও দৈনিক যুগভেরীর জ্যেষ্ঠ প্রতিবেদক।

২০২২ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনে তিনি ইতিহাস গড়ে প্রথম নারী সভাপতি নির্বাচিত হন।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয় আওয়ামী লীগের, শেষ হয় বৃহস্পতিবার বিকেল ৪টায়।

শেষদিন মনোনয়ন কিনেন সিলেট বিভাগের ১২ নারী। এ নিয়ে ৩ দিনে সিলেটের মোট ৬০ নারী আছেন সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌঁড়ে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি