সংগীতশিল্পী রবি চৌধুরী করোনায় আক্রান্ত

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ৭:২১ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। কয়েকদিন ধরে মৃদু শারীরিক উপসর্গ ছিল। অসুস্থতা বাড়লে করোনা পরীক্ষার জন্য রবির নমুনা নেওয়া হয়। এতে ফল পজিটিভ আসে।

বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রবি ও তার কয়েকজন ঘনিষ্ঠজন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রবি চৌধুরী লেখেন, ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে।’

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘জাতীয় বেয়াদব’ নামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটি ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি