শ্রী শ্রী বলরাম জিউর আখড়া সিলেটের ২য় ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি;
  • প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ৩:৫৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শ্রী শ্রী বলরাম জিউর আখড়া মিরাবাজার সিলেটের ২য় ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ সম্পন্ন হয়েছে। ২১ আগস্ট শুক্রবার সকাল ১১টায় আখড়া প্রাঙ্গনে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও সত্যপ্রিয় দাস শিবুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গীতা মন্দির সিলেটের আচার্য্য বিনীত কুমার চক্রবর্তী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার
সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় কমিটির সদস্য মলয় পুরকায়স্থ, জেলার শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, বলরাম জিউর আখড়া পরিচালনা কমিটির উপদেষ্টা বিজিৎ চৌধুরী, বিধান দে, রাজনৈতিক ব্যক্তিত্ব তপন মিত্র, সার্বজনীন পূজা কমিটি মিরবাজারের সভাপতি সুজিত দেব।

বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুদীপ চৌধুরী, অধ্যাপক সুব্রত বর্ধন পার্থ, গৌতম চক্রবর্তী, গোপিকা শ্যাম পুরকায়স্থ, শ্যামল কুমার দে।

সম্মেলনের শুরুতে বেদবাক্য পাঠ করেন বীনিত কুমার চক্রবর্তী। সভায় সম্প্রতি সময়ে যে সকল শুভানুধ্যায়ি আমাদের ছেড়ে গেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলকে সভাপতি এবং শ্যামল চন্দ্র দে কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বলরাম জিউর আখড়া পরিচালনা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি