সব
গোলাপগঞ্জের সুপাটেক গ্রামে শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় এ সভা অনুষ্টিত হয়।
বাদেপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নর্মদা কান্তি দাসের সভাপতিত্বে ও কল্লোল দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নীহার রন্জন দাস বাচ্চু, অরবিন্দু দাস, সুখময় দাস, বিধু ভূষন দাস, সত্যজিৎ দাস, সুবোধ দাস, ব্যবসায়ী সনজয় দাস, সাংবাদিক মিঠু দাস জয়, সন্তোষ দাস, রিংকু দাস, প্রিয়তোষ দাস, সুষেন্দ্র দাস, রিংকু দাস, , চন্দন দাস, লিটন দাস , জ্যোতিষ দাস, জগবন্ধু দাস, অনুকূল দাস, রতন দাস, টিটু দাস, সমিরণ দাস, রাহুল দাস, সৈকত দাস, লিকসন দাস, জগদীশ দাস, বাসু দাস প্রমুখ।
সভায় অরবিন্দু দাসকে সভাপতি ও কল্লোল দাসকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ- সভাপতি ঝলক দাস, সহ-সভাপতি সুষেন্দ্র দাস, সহ সম্পাদক চন্দন দাস, কোষাধ্যক্ষ সংকর দাস।
সদস্যরা হলেন, নর্মদাকান্তি দাস, নেহার রঞ্জন দাস, বিধু ভূষণ দাস, প্রিয়তোষ দাস, সত্যজিৎ দাস, সুবোধ দাস, জয়কৃষ্ণ দাস, রাহুল দাস, কালাছান্দ দাস, রিংকু দাস, অনুকুল দাস, জগবন্ধু দাস, শিতাংশু দাস, জগদীশ দাস, সুন্দরী মোহন দাস, সমীরণ দাস, সন্তোষ দাস।- প্রেসরিলিজ
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি