সব
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রনধীর কুমার দেব (৬৫ ) ঢাকার এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উনার ছেলে রাজু দেব রিটন।
সকালে তিনি শারীরিকভাবে অসুস্থবোধ করলে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে তিনি দুপুর ১ টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখে ভোগছিলেন।
জানা যায়, কয়েক মাস পূর্বে চেয়ারম্যান রনধীর কুমার দেব উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেন তিনি। তারপর থেকে নানা শারীরিক জটিলতায় ভোগছিলেন তিনি। পরিশেষে গতকাল উনার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার থেকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে তিনি দুপুর ১ টা ৪০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রনধীর কুমার দেব ৩য় বারের মতো শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। রনধীর কুমার দেব অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান । তিনি ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন । তিনি ১৯৮৮ সাল থেকে ৪ বার সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি সাতগাঁও ইউনিয়ন ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করেন। দীর্ঘদিন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে রনধীর কুমার দেব দুই পুত্র সন্তানের জনক।
উনার মৃত্যুতে শোক জানিয়েছে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। উনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি