শ্রীমঙ্গলে সারথী ট্রান্সপোর্টের উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ৮:০৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হচ্ছে গত কদিন ধরে। সেই সাথে ছিন্নমূল মানুষের দূর্ভোগের চিত্র প্রতিদিনই উঠে আসছে বিভিন্ন গণমাধ্যম্যে। শীতার্তের জন্য সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার ২১ জানুয়ারি দুপুরে যশোর সারথী ট্রান্সপোট এর স্বতাধিকারী কাজী কামরুল ইসলাম ও তাঁর পরিবারের এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা সহ উপজেলা প্রেসক্লাবে শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা: হরিপদ রায়, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, ইমজা মৌলভীবাজার এর কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দে, সাংবাদিক ইমন দেব চৌধুরী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক এস কে দাশ সুমন ও সাংবাদিক রুপম আচার্য্য প্রমূখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি