শ্রীমঙ্গলে রাবার বাগান থেকে মিললো শিশুর লাশ

শ্রীমঙ্গল প্রতিনিধি;
  • প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ৭:৫০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের ৩ দিন পর রাবার বাগান থেকে মিনা বেগম (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিনা বেগম মির্জাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।

রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভেতরে ওই শিশুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিনার ভাই আবুল হোসেন জানান, গত শুক্রবার কেনাকাটা করতে স্থানীয় শমসেরগঞ্জ বাজারে যায় মিনা। এরপর থেকে সে নিঁখোজ ছিল। শনিবার তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে আজ রোববার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের লাশ পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। তার পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্ত শেষে মূল ঘটনা কী তা বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি