সব
শ্রীমঙ্গল উপজেলার কিশোর রহিম হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুইলপুর গ্রামের ১৫ বছরের কিশোর আব্দুর রহিমের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ডিসেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ২৮ মৌজার কয়েকশ’ মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লিটন আহমেদ সাজু, নিহত আব্দুর রহিমের পিতা আব্বিয়া মিয়া, বড় ভাই সবুজ মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, হত্যাকারীরা আব্দুর রহিমকে হত্যা করে তার লাশ ধান ক্ষেতে ফেলে রাখে। কিন্ত এ ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও কাউকেই গ্রেফতার করা যায়নি। এই ঘটনার কয়েক দিন পূর্বেও এই ইউনিয়নের একটি রাবার বাগানে এক মাদ্রাসা ছাত্রীর লাশ পাওয়া গেলেও উক্ত ঘটনায় এখনো খুনিরা ধরা পরেনি। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে কিশোর আব্দুর রহিমের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাতে কিশোর আব্দুর রহিম (১৫) পাঁচাউন বাজার থেকে নিখোঁজ হয় এবং পরদিন ২৮ নভেম্বর সকালে একটি ধান ক্ষেতে তার হাত বাধা লাশ পাওয়া যায়।
কয়েকদিনের ব্যবধানে এই ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্রী ও এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা নিয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার জানান, হত্যাকারীদের সনাক্তকরণে পুলিশ সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই আসামীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি