সব
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আরাফাত হোসেন নামে একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল থানার পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনাটি ঘটে। ছুরিকাঘাতের সময় আরাফাত হোসেন শ্রীমঙ্গল থানা পার্শ্ববর্তী এলাকার গলিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তার সাথে থাকা তার ভাই ডালিমও আহত হন। আহত আরাফাতের বাড়ী উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের লাংলিয়াছড়ায়। ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় থেকে ৪ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রউফ, বেলাল মিয়া, বিল্লাল মিয়া ও রুমন মিয়া। তাদের বাড়ী উপজেলার সদর ইউনিয়নের উত্তর উত্তরসুর গ্রামে। আরাফাতের ভাই মো জামাল হোসেন জানান, আটককৃতদের সাথে তাদের জমি নিয়ে পূর্বে থেকেই ঝামেলা চলছিল। আটককৃতরা গতকাল সোমবার আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজ থানায় একটি সাধারণ ডায়েরী করতে আসি। সাধারণ ডায়েরী করে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় থানার পাশের গলিতে আমাদের দুই ভাইয়ের গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন৷
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরাফাতকে থানার পাশের গলিতে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আমরা ধ্রুত পদক্ষেপ গ্রহণ করে চারজন আসামীকেই ধরতে সক্ষম হই এবং আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় আরাফাতের ভাই জামাল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। এই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি