শ্রীমঙ্গলে মেছোবাঘের ঘরে নতুন অতিথির আগমন

এস কে দাশ সুমন, শ্রীমঙ্গল;
  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ১:১০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিতেশ রঞ্জন দেবের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এক মেছোবাঘের ঘরে আবারো নতুন অতিথির আগমন ঘটেছে। আজ শুক্রবার ভোরে বাঘিনী তার নিজের খাঁচায় একটি শাবকের জন্ম দেয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর পরিচালক সজল দেব বলেন, শুক্রবার সকাল ১০ টার দিকে জন্ম নেয় বাঘ শাবকটি, এ নিয়ে চতুর্থবারের মত মেছো বাঘটি বাচ্চা দিলো। চারবারে এই নিয়ে মোট ৬ টি বাচ্চা দিয়েছে মেছো বাঘটি। তিনি বলেন এর আগেও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগর সাপ, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্র হরিণ, সোনালী বিড়াল, কালেম পাখি, বন মোরগ সহ আরও অনেক প্রানী এখানে বংশবৃদ্ধি করে আসছে। মেছোবাঘের বাচ্চাটি বড় হলে আমরা অন্যবারের মত বাচ্চাটিকে বনে অবমুক্ত করবো এবং বর্তমানে বাচ্চা ও বাঘিনী উভয়ই ভালো আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার হাওর ও বানাঞ্চল হতে লোকালয়ে এসে মানুষের হাতে ধৃত বন্যপ্রানীগুলোকে উদ্ধার করে বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন। এবং উদ্ধারকৃত এসব বন্যপ্রানীদের সেবা-শুশ্রুষা করে সুস্থ করে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ বিভিন্ন উদ্যানে অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি