শ্রীমঙ্গলে মামলা দিয়ে সাংবাদিক হয়রানি; সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

শ্রীমঙ্গল প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১ সপ্তাহ আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তরুণ সমাজ সেবক সাংবাদিক ও সমাজকর্মী শ্রীমঙ্গল রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক বাংলা এবং প্রতিদিনের মৌলভীবাজার এর প্রতিনিধি এস কে দাশ সুমনের উপর মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপূর্ণভাবে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মামলার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। একজন নিরাপদ, অরাজনৈতিক ব্যক্তির নামে এরকম মিথ্যা মামলা দায়ের মানে আইনের অপপ্রয়োগ করা হয়েছে বলে জানান সুশীলসমাজের ব্যক্তিরা।

জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। যা পরিবর্তীতে মামলায় রুপ নেয়। এই ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।

তবে নিস্পত্তি হয়ে যাওয়া মামলার দুই বছর ১০ মাস পরে একই ঘটনার বিবরণে আবারো নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৫ তারিখে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩/৪ ধারায় মো. ইউছুফ মিয়া নামে এক জনৈক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

কিন্ত নিস্পত্তি হয়ে যাওয়া পূর্বের মামলায় সাংবাদিক এস কে দাশ সুমনের নাম ছিলো না। নতুন করে মামলার ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এবং অনেকেই তাদের নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে সাংবাদিকের উপর মিথ্যা মামলার কারনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোষ্ট করতে থাকেন। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করে। সরকার বদলের পালায় প্রতিহিংসাপরায়ণ হয়ে দেশজুড়ে এভাবেই নানা মামলা দিয়ে সাংবাদিক সমাজ কর্মী ও ব্যবসায়ীদের হয়রানি কিংবা ভয় ভীতি দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক এস কে দাশ সুমন মুঠোফোনে জানান, আমি কিংবা আমার পরিবারের কোনও সদস্য রাজনীতির সাথে যুক্ত নই। এবং উক্ত ঘটনার সাথে আমি কোনও ভাবে জড়িত ছিলাম না। আমি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা এবং সমাজ উন্নয়ন মূলক কাজে যুক্ত রয়েছি, কখনো আমার বিরুদ্ধে প্রশাসনে কোনও অভিযোগ দায়ের হয়নি। তারপরও শুধুমাত্র হয়রানির উদ্দেশ্য আমাকে এই মামলায় জড়ানো হয়েছে। এই ঘটনায় আমি দেশের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি, সেই সাথে দেশের সকল গণমাধ্যম কর্মীবৃন্দ সহ সমাজ সচেতন গণমানুষের মানুষের কাছে সহযোগীতা কামনা করি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি