শ্রীমঙ্গলে প্রথম করোনা টিকা নিলেন এমপি আব্দুস শহীদ

শ্রীমঙ্গল প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ৫:১৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শ্রীমঙ্গলে প্রথম করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধ শেষে প্রথম টিকা গ্রহণ করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, ডা. আবু নাহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধমূলক ভ্যাকসিন (টিকা) ৫ হাজার ডোজ শ্রীমঙ্গলে এসে পৌঁছেছে। যা ২ হাজার ৫ শত মানুষকে দেয়া হবে। প্রতি একজন পাবে ২ ডোজ করে। করোনার টিকা নিতে এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় ১৫১১জন রেজিস্ট্রেশন করেছে। প্রথম দিন ২শ’ জনকে করোনার ভ্যাকসিন (টিকা) দেয়া হবে। প্রথম ধাপে এ কার্যক্রম চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি