সব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার ২৯ মার্চ দুপুরে মহসিন অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করে জাতীয় উন্নয়ন সংগঠন ওয়েভ ফাউন্ডেশন এর শ্রীমঙ্গল এডভোকেসি নেটওয়ার্ক কমিটি।
অনুষ্ঠিত এই কর্মশালার মূল বিষয় ছিল “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প।”
কর্মশালার প্রথম ও দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়া।
তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী।
কর্মশালায় জেন্ডার সমতা বিষয়ক সেশন উপস্থাপন করেন মহিলা অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-সহকারী পরিচালক শাহেদা আক্তার।
কর্মশালার শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগের সহকারী সমন্বয়কারী মো. সাইফুর রহমান চৌধুরী, এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপারসন কাজী আছমা আক্তার, সেক্রেটারি দীলিপ কৈরি প্রমূখ।
কর্মশালায় শ্রীমঙ্গল এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি