শ্রীমঙ্গলে নৌকার প্রার্থীর জয়

শ্রীমঙ্গল প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ৮:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভানু লাল রায় ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত আটটায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো.আলমগীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী হলেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক চা শ্রমিক সন্তান প্রেম সাগর হাজরা আনারস প্রতীক। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৮৩ ভোট,অপর প্রতিদ্বন্দ্বী উপজেলা কৃষক লীগের সভাপতি মো.আফজাল হক(ঘোড়া)। তিনি পেয়েছেন ১২ হাজার ৪৪৬ এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মিজানুর রব পেয়েছেন ৭৯৪।

উল্লেখ্য গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা ৩ বারের জনপ্রিয় চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা গেলে চেয়ারম্যান পদটি শুন্য হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি