শ্রীমঙ্গলে নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলায় বাগানবাসীর প্রতিবাদ

এস কে দাশ সুমন, শ্রীমঙ্গল;
  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২, ২:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান রিপন রায়ের নির্বাচনী পোষ্টার ও ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদে নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছেন বাগানবাসী। শুক্রবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার জুলেখা নগর চা বাগানে নাট মন্দিরের পাশে এ প্রতিবাদ সভায় পোষ্টার ও ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্শন করেন রিপন রায় সহ এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা মহরম আলী, চা শ্রমিক সুদাম বুনার্জী, জবা তাঁতী ও কৃষ্ণা বুনার্জী সহ স্থানীয় চা শ্রমিক বৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাতের আঁধারে বাগানে এসে অজ্ঞাত কিছু লোক রিপন রায়ের টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারের পোষ্টার, ব্যানার ও বিলবোর্ড ছিড়ে চা বাগানের সেকশনের ভিতরে ফেলে রাখে। যা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি হুমকি স্বরুপ ও দুঃখজনক ঘটনা। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান তারা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি