সব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে করোনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৩ সেপ্টেম্বর ) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে নারী ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি মিতালী দত্তের সভাপতিত্বে এ করোনা বিষয়ক আলোচনা সভা উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্পের জেলা প্রকল্প কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) মর্জিনা আক্তার, অপরাজিতা প্রকল্পের জেলা প্রজেক্ট কর্মকর্তা অমিয় বর্মন। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত ফোরামের সহ-সভাপতি ফজিলা খাতুন, সম্পাদক মিতু রায়, সদস্য মিনারা বেগম, জয়া শর্মা, ববিতা তাঁতি, মিনতি দে, প্রতিমা দাশ, সুভা কুর্মী, রত্না রানী বিশ্বাস, রাবেয়া আক্তার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা করোনা বিষয়ক ও করোনা হলে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। এ আলোচনা সভার সহযোগীতায় ছিলেন – অপরাজিতা প্রকল্প।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি