সব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের নিচে কাটা পড়ে অভিজিৎ দেবনাথ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে শ্রীমঙ্গল শহরের বারিধারা আবাসিক এলাকার হেমেন্দ্র দেবনাথের ছেলে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল-ভানুগাছ এর লাউয়াছড়ার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল বিকাল ৫ টার সময় অভিজিৎ দেবনাথ বাসা থেকে বের হলে, আর রাতে বাসায় ফিরেনি, আজ সকালে এ দূর্ঘটনার কথা জানতে পারে তার পরিবার।
আনুমানিক ধারণা করা হচ্ছে সকাল বা গতকাল রাতে এ দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল জিআরপি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন।
শ্রীমঙ্গল জিআরপি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, কি কারনে বা কিভাবে ওই ছেলে ট্রেনে কাটা পরলো তদন্ত না করে এখনি তা বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ পুলিশ স্কটের মাধ্যেমে মৌলভীবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করার জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের শেষে মৃত্যু সংক্রান্তের সঠিক তথ্য পাওয়া যাবে, এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি