শ্রীমঙ্গলে চা বাগান থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল;
  • প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ৬:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ হবার পরদিন চা বাগানে মিললো কলেজ ছাত্রের লাশ। রোববার সকাল ৭ টায় লাখাইছড়া চা বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহটি কলেজ শিক্ষার্থী স্বাক্ষর দেব (১৮) বলে জানিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ। এর আগে শনিবার বিকেলে সে নিখোঁজ হয়। মৃত শিক্ষার্থী উপজেলার ইছবপুর এলাকার বাসিন্দা। তার বাবা কল্যান দেব উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির শেষ বর্ষের শিক্ষার্থী। স্বাক্ষরের বাবা কল্যান দেব জানিয়েছেন, শনিবার বিকেলে স্বাক্ষর দেব তার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিলো। সে বাসা থেকে বিকেল সাড়ে ৪ টার দিকে বের হয়। কিছুক্ষণ পর ৫ টার দিকে তার মা তার ফোন নাম্বারে কল করলে অন্য একজন ফোন রিসিভি করে। স্বাক্ষর কোথায় বললে অপর পাশ থেকে ‘স্বাক্ষর কে? স্বাক্ষর নামে কেউ নাই’ বলে ফোন রেখে দেয়।’ এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। আতঙ্কিত পরিবারের লোকেরা স্বাক্ষরের খোঁজ না পেয়ে সারারাত ধরে উপজেলার বিভিন্ন জায়গায় খোজখবর করে। রাত ১১টার দিকে স্বাক্ষরের বাবা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন শ্রীমঙ্গল থানায়। সন্ধ্যা ৭টার দিকে ও রাত সাড়ে ১১ টার দিকে দুই বার তার ব্যবহৃত মুঠোফোন ট্রেকিং করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, নিহত স্বাক্ষর দেব গতকাল শনিবার বিকেল হতে নিখোঁজ ছিলো। পুলিশসহ স্থানীয় লোকজন শনিবার বিকেল থেকে সারা রাত অনেক খোজাঁখোজি করার পরও তাকে পাওয়া যায়নি। আমরা রাতে অনেক চেষ্টা করেছি তাকে খুঁজে বের করার। রোববার ভোর সকালে লাখাইছড়া চা বাগানে শ্রমিকরা একটি পড়ে থাকতে দেখে আমাদের ফোন দিলে আমরা ঘটনাস্থলে যাই। এখন এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি বলা যাচ্ছে না। মৌলভীবাজার থেকে পিবিআই ও সিলেট থেকে সিআইডির স্পেশাল টিম ঘটনাটির আলামত সংগ্রহ করছে। লাশের পোস্টমর্টেম বা ময়না তদন্ত হবে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি