শ্রীমঙ্গলে গান বাজানো নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

শ্রীমঙ্গল প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মির্জাপুর চা বাগানের ৫ নং লাইনে মোবাইল ফোনে গান বাজানোকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।

বুধবার ২০ জানুয়ারি বিকেলে মির্জাপুর চা বাগানে এই ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, বড় ভাই রঞ্জিত কয়রার (২৮) স্ত্রী মোবাইল ফোনে একটি স্পিকার সংযুক্ত করে উচ্চসরে গান বাজাচ্ছিলেন। এতে বিরক্ত হয়ে বাধা দেন রঞ্জিতের ছোট ভাই সঞ্জিত কয়রা (২৫) । আপত্তির পরও গান বন্ধ না করায় সঞ্জিত বড় ভাইয়ের স্ত্রীর মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলেন।

বিকেলের দিকে রঞ্জিত কয়রা কাজ শেষে বাড়ি ফিরলে স্ত্রীর মোবাইল ফোন ভাঙার বিষয়টি জানতে পারেন স্ত্রীর কাছ থেকে, এতে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিতর্ক বেধে যায়। এক পর্যায়ে সঞ্জিত কয়রা দা দিয়ে কুপিয়ে বড় ভাই রঞ্জিতকে কুপিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় প্রতিবেশীরা রঞ্জিত কয়রাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। অভিযোগ পেলে হত্যা মামলায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি