শ্রীমঙ্গলে করোনায় দুইজনের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ৩:১৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

করোনাভাইরাসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শহরতলীর সুবজবাগ অবাসিক এলাকার দেবেশ রঞ্জন দও (৬৫) ও কাঞ্চন চক্রবর্তী শ্যামল (৭৪)।

সিলেট নর্থইস্ট মেডিক্যাল হাসপাতালে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন চৌধুরী দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে কাঞ্চন চক্রবর্তী শ্যামল (৭৪) ও রাত সাড়ে ১২টার দিকে দেবেশ রঞ্জন দও (৬৫) মারা যান। তাদের বাড়ি শ্রীমঙ্গল শহরতলীর সুবজবাগ অবাসিক এলাকায়। দু’জনই ১০/১২ দিন ধরে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, কাঞ্চন ও দেবেশের মৃত্যুর সংবাদ পেয়ে তাদের দেহ সৎকারের দায়িত্ব নেন উপজেলা দেহ সৎকার ব্যবস্থাপনা কমিটি। শনিবার সকাল ৭টায় শ্রীমঙ্গল পৌর শশ্মানঘাটে দু’জনের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন সৎকার কমিটির যুগ্ম আহবায়ক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, সদস্য সচিব, সুদীপ দাস রিংকু, সদস্য অলক পাল, ছোটন চৌধুরী, কানন দেব, অর্জুন দাশ, দিবস মজুমদার, শ্যামল দাশ, সুখদেব কৈরী, নারায়ন দাশ ও নিহত দু’জনের স্বজনরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি