সব
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন।
সোমবার (১৮ জানুয়ারী) রাতে উপজেলা শহরের সাগর দিঘী রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বীরমাতা (বিরাঙ্গনা) শিলা গুহকে নিয়ে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মুসা, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি শামীম আক্তার হোসেন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যাপক সাংবাদিক রজত শুভ চক্রবর্তী, প্রভাষক জলি পাল, আর টিভি ও আমাদের সময়ের প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, শ্রীমঙ্গল প্রেসক্লাব সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, সাংবাদিক আবুজার বাবলা, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, সিলেট টুডে প্রতিনিধি হৃদয় দাশ শুভ, এশিয়ান টেলিভিশন শ্রীমঙ্গল কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাশ সুমন, লাল তীর সিড এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী, সাংবাদিক রুপম আচার্য্য, দ্রুম থিয়েটারের সম্পাদক বাবলু রায়, এডভোকেট পঙ্কজ সরকার প্রমূখ।
এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি