সব
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় চুরির ঘটনায় চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের বাসায় চুরির ঘটনায় চুরি হওয়া ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে শহরের শাহীবাগ আ /এ, এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোবাইলগুলো উদ্ধার করা হয় বলে জানায় শ্রীমঙ্গল থানা পুলিশ। উল্লেখ্য গত ৩১ আগষ্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় ভোরে চুরির ঘটনা ঘটে এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক জানান, নির্বাহী কর্মকর্তার বাসায় চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজন মিয়াকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে শাহীবাগ এলাকার আনোয়ার মিয়ার বাসার পশ্চিম পাশে কচুরিপানার ঝোঁপ থেকে চুরি যাওয়া ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি