সব
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মূল্যবোধে জাগ্রত অস্ট্রেলিয়া প্রবাসী সৌরভ পালের মানবিক সাহায্যে শ্রীমঙ্গলের শতাধিক পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
শনিবার ২১ নভেম্বর দুপুরে শহরের কলেজ রোডস্থ চারুকলা প্রাঙ্গনে মজার স্কুলের শিশুরা সহ শতাধিক পথশিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। মানবধিকার কর্মি এস কে দাশ সুমনের সহযোগিতার উক্ত পথশিশুদের খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ পাল বিশু, তরুণ সমাজ সেবক প্রিয়ম পাল বিপ্র, শুভব্রত পাল শুভন, কৌশিক চৌধুরী, রুপক দাশ, আশিকুল ইসলাম ও মজার স্কুলের শিক্ষক আর্য দেবব্রত ও পংকজ ঠাকুর প্রমুখ।
তরুণ সমাজ সেবক প্রিয়ম পাল বিপ্র বলেন আমাদের সমাজের সচ্ছল মানুষগুলো যদি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতো তাহলে সমাজের কিছু মানুষের মুখে হলেও সামান্য হাসি ফুটিয়ে তোলা সম্ভব হতো। মানবধিকার কর্মি এস কে দাশ সুমন বলেন, মানুষের অঢেল সচ্ছলতা কিন্তু অনেকক্ষেত্রে মানুষের অকল্যাণ বয়ে আনে। আমরা চাই মানুষের মানবিক গুণগুলো সদা জাগ্রত হোক এবং সমাজ একটি মানবিক চেতনার দ্বারা পরিচালিত হোক তাহলেই সমাজে ধনী দরিদ্রের বৈষম্য দুর হবে এবং আমরা হবো সুখী সমৃদ্ধ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি