সব
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযান চালিয়ে
অবৈধ পলিথিন বিক্রয় ও মজুদের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনে পৃথক তিনটি মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
বুধবার দুপুরে শহরের স্টেশন রোডস্থ ৩ তিনটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত জনাব আরেফিন সিদ্দিকী কে ২০ হাজার টাকা, সুমন রায় কে ৫৫ হাজার টাকা ও মাসুদ রানা ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন ও র্যাব- ০৯ শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার মেজর নোমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক ভ্রাম্যমাণ আদালতে কে সহযোগিতা করেন।
জব্দকৃত পলিথিন বিধিসম্মতভাবে ব্যবহার অনুপযোগী করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি