বুধবার (১৯ আগস্ট) সকালে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় আব্দুল মোমেন আরও বলেন, সম্প্রতি কোভিড পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়নি। তবে, পরিস্থিতি উন্নতি হলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের পারস্পরিক বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিসহ নানা সমস্যা সমাধানে আলোচনা হবে। পারস্পরিক সু-সম্পর্ক থাকায়, বিভিন্ন সমস্যা সহজেই সমাধান হয় বলেও জানান তিনি।
ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে ভারতের অংশগ্রহণ বিষয়েও আলোচনা হবে।
এদিকে সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বৈঠকের কথা রয়েছে আজ বুধবার। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুপুরে হতে পারে দ্বিপক্ষীয় এই বৈঠক।
এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কানেকটিভিটি, শুধু দুদেশের মধ্যে বিমান চলাচল, বাণিজ্য, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। করোনা পরিস্থিতিতে দুদেশের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়নি, বিষয়টি তুলে ধরতেই ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফর।