সব
সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) হত্যার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে এ হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় বরইকান্দি ইউনিয়নের বাসিন্দা এজহারভূক্ত আসামি নোমান আহমদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে নিহতের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদী হয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নোমান ও সাদ্দাম নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের পুলিশের একাধিক দল মাঠে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি