সব
সিলেটে জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যা মামলায় আরো ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বিকালে ও রাতে পৃথক অভিযানে একজনকে সুনামগঞ্জ জেলার ছাতকবাজার থেকে ও একজনকে দক্ষিণসুরমা থানা এলাকার দাউদপুর থেকে গ্রেপ্তার করে দক্ষিণসুরমা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুইজন হলেন- বরইকান্দি এলাকার মৃত বশির মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩২) ও একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে ইসমাইল আহমদ (৩১)।
গ্রেপ্তার ইসমাইল আহমদ হলেন রিপন হত্যা মামলার প্রধান আসামি ইজাজুল এর আপন বড় ভাই। গ্রেপ্তারের পর তাদের দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে একই সাথে অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার।
প্রসঙ্গত, গত ১০ জুলাই রাতে বাবনা পয়েন্টে বাবনা রেস্টুরেন্টের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন সিলেট বিভাগীয় ত্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো, ইকবাল হোসেন রিপন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসময় শ্রমিক নেতা রিপনের সাথে থাকা বাবুল তালুকদার নামের একজনও গুরুতর আহত হন। পরদিন নিহত রিপনের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মো. তারেক আহমদ নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি