শোক দিবসে সিলেট জেলা প্রশাসনের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মহান জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে সিলেট জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

শনিবার বিকেলে সদর উপজেলার ধোপাগুল নামক স্থানে ৬০টি ফলজ ও বনজ চারা গাছ রোপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ও কোভিড-১৯ মোকাবেলায় সিলেটের দায়িত্ব প্রাপ্ত সচিব লোকমান হোসেন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা প্রশাসক জনাব এম কাজী এমদাদুল ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এএইচএম মাহফুজুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বন বিভাগ সিলেট এর কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি