শেরপুরে কিশোরকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল, গ্রেপ্তার ৪

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৫ আগস্ট ২০২০, ৬:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

শেরপুরে এক কিশোরকে ডেকে নিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

রাতে এ ঘটনায় নির্যাতিত কিশোরের ভাই মামলা করলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শেরপুরে এক কিশোরকে ডেকে নিয়ে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক কিশোরকে শেরপুর পুরাতন পৌর ভবনে ডেকে নিয়ে চার পাঁচজন কিশোর বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বোনকে ফেসবুকে মেসেজ দেয়াকে কেন্দ্র করে এ ঘটেছে বলে জানা গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কোন মেয়েকে মেসেজ দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে। বুধবার আসামিদের আদালতে নেয়া হবে বলে জানান তিনি।

নির্যাতনের শিকার ওই কিশোর এখনো শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওই কিশোরের পরিবার।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি