শেখ মকন মিয়া চেয়ারম্যানের শারীরিক অবস্থা উন্নতির দিকে

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ৫:১৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা সিলেটের প্রবীণ মুরুব্বি, শালিসি ব্যক্তিত্ব সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হজরত শাহজালাল (রহ.) দরগাহ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে স্বাভাবিক কাজ-কর্ম করছেন এবং কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তিনি এখনো কারো সঙ্গে দেখা করছেন না।

শেখ মো. আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের কনিষ্ট পুত্র মাহবুবুর রহমান মুন্না বলেন, আব্বা বর্তমানে সুস্থ আছেন।

চিকিৎসকরা বলেছেন আরো কয়েকদিন যাবে তার সুস্থ হয়ে উঠতে। তবে আব্বার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো আছে।
উল্লেখ্য, আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এবং ডাক্তারের পরামর্শ মতো তিনি তার মোল্লারগাঁওস্থ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি