সব
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ও দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন বলেছেন, ‘দীর্ঘ ৪৩ বছর ধরে জনতা ক্লাব আপনগতিতে চলে তার সফলতা ধরে রেখেছে। অসহায় মানুষ, অসহায় শিক্ষার্থী, গরিবের বিয়ে, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচির মাধ্যমে জনতা ক্লাব অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জনতা ক্লাব শুধু খেলাধুলায় তাদের গন্ডিকে আটকে রাখেনি। যার কারণে জনতা ক্লাব এখন সিলেটের আপামর জনতার ক্লাবে পরিণত হয়েছে। জনতা ক্লাবের অগ্রগতিতে সাথে ছিলাম, সাথে থাকব।’ তিনি শনিবার রাত সাড়ে ৮টায় জনতা ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ক্লাবের সহসভাপতি এহতেশাম হাসান লয়েছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও জনতা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন শাহীন, ফ্রান্স প্রবাসী শাকিল আহমদ দুলাল, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি নুরুল হক শিপু। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক সালমান আহমদ রিমন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চ্যারম্যান কামাল আহমদ কাবুল, সাইফুল ইসলাম রিপন, ইকবাল হোসেন মিটু, সিলপ্যাকের এমডি জহির আহমদ, ক্লাবের ক্রীড়া সম্পাদক লিটন আহমদ, অর্থ সম্পাদ সৈয়দ খালেদ আহমদ, প্রচার সম্পাদক আজির উদ্দিন, সিনিয়র সদস্য আব্দুল আহাদ, কাহের আহমদ, সৈয়দ নিয়াজ, সহ ক্রীড়া সম্পাদক তালহা আহমদ ও ইব্রাহীম খলিল প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি