শুক্রবার সিলেটে আসছেন এলজিআরডি মন্ত্রী

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ৮:২৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

একদিনের সরকারি সফরে সিলেটে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আগামী শুক্রবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী সিলেটে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। মন্ত্রীর একান্ত সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী আগামী শুক্রবার সকাল নয়টায় ইউএস বাংলা বিমানের একটি ফ্লাইটে সিলেটে এসে পৌছাবেন।

এরপর সকাল সাড়ে নয়টায় সিলেট জেলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

বিকেল তিনটায় নগরের স্টার স্পেসিফিক হোটেলে সিলেটের উন্নয়ন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। এরপর রাত সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি