শিববাড়িতে বাসা ভাড়া ও মালিকের গ্যাস সিলিন্ডার নিয়ে ভাড়াটিয়া পলাতক

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১ জুন ২০২১, ৮:৪১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের জৈনপুরে ৭ মাসের বাসাভাড়া না দিয়ে এবং মালিকে গ্যাস সিলিন্ডার নিয়ে ভাড়াটিয়া পালিয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাসার মালিক জৈনপুরের বাসিন্দা শ্যামল চন্দ্র দাস এর ছেলে সাধন চন্দ্র দাস গত ২৭ মে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাধন চন্দ্র দাস তার বাড়ির একটি ইউনিট ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের তোফাজ্জল আলীর ছেলে আমিনুর রহমানকে মাসিক ৫ হাজার টাকায় ভাড়া দেন। সে বিগত ৭ মাস যাবৎ বিভিন্ন অজুহাতে ভাড়া দিচ্ছেন না। মালিক বাসা ভাড়া চাইলে ভাড়াটিয়া একসাথে সকল ভাড়া পরিশোধ করবে বলে জানায়। এ অবস্থায় গত ২৬ মে রাতে আধারে ঘরের দরজায় তালা লাগিয়ে ভাড়াটিয়া আমিনুর রহমান ৭ মাসের ৩৫ হাজার টাকা বাসাভাড়া পরিশোধ না করে উল্টো সাধন চন্দ্র দাসে গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়।

অভিযোগ দায়েরের গত ৩১ মে সোমবার দুপুরে দক্ষিণ সুরমা থানার এসআই শাফি আহমদের উপস্থিতিতে উক্ত ঘরের তালা ভেঙ্গে দেখতে পান ভাড়াটিয় তার সকল জিনিসপত্রের সাথে বাসা মালিকের গ্যাস সিলিন্ডারটিও নিয়ে গেছে।

আলাপকালে বাড়ির মালিক সাধন চন্দ্র দাস বলেন, বাসা ভাড়ার চুক্তি অনুযায়ী আমি আমিনুর রহমানকে বাসা ভাড়া দেই। তাকে খুবই মায়া করতাম এবং নিজ পরিবারের সদস্যের মতই দেখতাম। কিন্তু সে এ ধরনের ঘটনা ঘটাবে তা ভাবতেও পারিনি। তার মোবাইলে ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি। পরে থানায় অভিযোগ করেছি। তিনি তার বাসাভাড়া ও সিলিন্ডারটি উদ্ধার এবং আমিনুরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি