সব
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শিক্ষকরা সভ্যতার অভিভাবক ও সমাজ পরিবর্তনের স্থপতি। শিক্ষক ছাড়া উন্নত সমাজ, টেকসই উন্নয়ন ও উজ্জ্বল জীবন কল্পনা করা যায় না। একজন আদর্শ শিক্ষক জাতির উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মূল লক্ষ্য মানবতা বা মানবকল্যাণ। জ্ঞান শুধু কর্মদক্ষতা ও কৌশল নয়, বরং শিক্ষার্থীর মনে মৌলিক ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে শিক্ষাকে প্রায়োগিক করে তুলতে হবে। সেইক্ষেত্রে শিক্ষকসমাজ পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছেন।
তিনি গতকাল সকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দুই প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংবর্ধিত অবসরপ্রাপ্ত দুই প্রধান শিক্ষক হলেন মো. আব্দুস শহীদ ও মো. মিছবাহ উর রহমান।
শিক্ষা সরকারি চাকরির ছাড়পত্র ভাবলে হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, নানাবিধ কুসংস্কার-অজ্ঞতা-অনাচার ও দুর্নীতি অবসানে বিজ্ঞানমুখী-আদর্শবাদী এবং সামাজিক উন্নয়নের মনোভাব তৈরি করে শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য শিক্ষা পরিবারের প্রতি আহবান জানান।
মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহিদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্র কুমার নাথ, স্কাউট ব্যক্তিত্ব ও সাবেক শিক্ষকনেতা ময়ূব আলী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল জলিল, মানিককোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম উদ্দিন, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. বদিউল আলম।
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মো. রফিকুল আলম ও বিশেষ আলোচক ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি