সব
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়ায় রাস্তার সীমানা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাগুনীপাড়া গ্রামের মুগা মিয়ার ছেলে হিরণ মিয়া ও ফিরোজ আলীর ছেলে মামুন মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল।
বুধবার সন্ধ্যায় রাস্তার সীমানা নিয়ে হিরণ মিয়া ও মামুন মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫০ জন আহত হন।
আহতদের মধ্যে হেলাল মিয়া (৩২), আব্দুল হাই (৫৫), বানেছা (৫৫), ছুরুক আলী (৫০), আলী হায়দার (৩০), আল মামুনকে (৩৩) গুরুতর অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি