শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২

প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ ;
  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২০, ৬:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট নামের একটি গাড়ি (ঢাকা মেট্রো-ব ১১-০৭৭১) নতুন ব্রিজ এলাকায় এসে ব্রেক ফেইল করে ঢাকা এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী দাঁড়ানো গাড়িকে (ঢাকা মেট্রো-ব ১১-১৫৬৯) পিছন দিকে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয় এবং আহত হয় ১০ জন। আহতদের মধ্যে চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি