শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ জুন ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে কাটা পড়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সন্ধ্যায় ৭টায় সিলেট-ঢাকা রেল লাইনের শায়েস্তাগঞ্জ উপজেলার সেলামি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সেলামি রেলক্রসিংয়ে পৌঁছালে অজ্ঞাতনামা ওই তরুণ (২০) ট্রেনের কাটা পড়ে মারা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আই সি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি