শাহেদের অস্ত্র ও মাদক মামলা তদন্ত করবে ডিবি

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ৩:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

করোনা চিকিৎসায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদের অস্ত্র ও মাদক মামলার তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন ।

তিনি বলেন, শাহেদ ৫ দিন যাবত পুলিশ রিমান্ডে ছিলেন। জালিয়াতির বিষয়ে শাহেদের বিরুদ্ধে করা মামলাটি র‌্যাব তদন্ত করবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করেছে। র‌্যাব শুরু থেকেই শাহেদের এই মামলাটি দেখছে। কী পরিমাণ করোনা টেস্টের সার্টিফিকেট দিয়েছে ও স্যাম্পল কালেকশন করেছে এসব বিষয়ে আমরা তদন্ত করেছি।

তিনি আরো বলেন, রিমান্ডে থাকা অবস্থায় শাহেদকে নিয়ে আমরা অভিযান করে তার দেখানো মতে অস্ত্র ও মাদক উদ্ধার করেছি। এই সংক্রান্তে পৃথক দুইটি মামলা হয়েছে। এই মামলাও ডিবি তদন্ত করবে।

শাহেদ মাদক ব্যবসার সাথে জড়িত কিনা এমন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল বাতেন বলেন, শাহেদ মাদক ব্যবসায়ী কিনা এমন তথ্য তদন্তে পাওয়া যায়নি। অস্ত্র ও মাদকের সাথে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি