শাহপরান (রহ.) থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠানের অয়োজন করা হয়।

শাহপরান (রহ.) থানার সৈয়দ আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) এহসান চৌধুরী পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (শাহপরান (রহ.) থানা), অফিসার ইনচার্জ (শাহপরান (রহ.) থানা) এবং থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছে। এসব সমস্যা দূর করার জন্য প্রয়োজন হচ্ছে সামাজিক আন্দোলন। এই বিষয়ে সকলের সহযোগিতা ও তথ্য দিয়ে এগিয়ে আসার আহবান জানাই। ওপেন হাউজ ডে টা শুধু অভিযোগ দেওয়ার জন্য নয়, আমরা চাই অভিযোগের পাশাপাশি আপনারা আমাদের পরামর্শ ও দিবেন।

পরে তিনি সকলকে কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং প্রতি মাসের ২৫ তারিখে শাহপরান (রহঃ) থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে ঘোষণা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি