শাহপরানে ভারতীয় কসমেটিকস উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ১০:১০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের শাহপরান (রঃ) থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার ও জব্দ করেছে র‍্যাব-৯। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সালেহ আহম্মেদ (২২)। সে সিলেটের জৈন্তাপুরের দলইপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৫টা ৫০ মিনিটের সময় সুরমা গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র:) থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি