সব
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৩য় দিনের মতো ঈদের খাদ্য সামগ্রী চিনি, ময়দা, সেমাই, দুধ,তেল, প্রভৃতি বিতরণ অব্যাহত রয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২০) বিকাল ৫টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয় থেকে শারিরীক প্রতিবন্ধীদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্হিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, লাবলু মিয়া, ছাত্র ফ্রন্ট মহা নগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর রোধে সরকার শুরুতে কার্যকর ভূমিকা গ্রহণ করেনি। ফলে করোনা আজ মহামারী আকার ধারন করেছে। একই ভাবে বন্যার আঘাম সর্তকতা সত্ত্বেও সরকারের পৃর্বপ্রস্তুতি না থাকায় বানভাসী মানুষে সীমাহীন দুর্ভোগ পড়েছে। ফলে দেশে নিম্নবিত্ত-শ্রমজীবী মানুষ মানবেতর জীবন যাপন।
নেতৃবৃন্দ,বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্হ মানুষদের পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি