সব
শারদীয় দূর্গোৎসব ১৪২৭ বাংলা উপলক্ষ্যে চালিবন্দর পূজা কমিটির এক প্রস্থুতি সভা গতকাল ২৮/০৮/২০২০ইং তারিখ শুক্রবার রাত ৮:০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূজা কমিটির সভাপতি এড. বিজয় কুমার দেব – (বুলু)। সভা পরিচালনা করেন পূজা কমিটির সাধারন সম্পাদক উত্তম ঘোষ।
সভার শুরুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধে ৪নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সি.আর দত্ত বীরোত্তম, চালিবন্দর পূজা কমিটির প্রতিষ্টাতা সদস্য দীপক সী, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সদস্য রতন মালাকার, সদস্য রানা বৈদ্য, হেনা চক্রবর্ত্তী সহ বিগত সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় বর্তমান মহামারী করোনাকালিন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন গোপেশ দেব, অরিন্দম দত্ত (চন্দন), রনজিত দাস পুরকায়স্থ (বকুল), দিপক ঘোষ, ধনেশ দেব, গোবিন্দ কুমার দেব, রমেন ভৌমিক, দেবল দেব, চন্দন দাশ, অরুণ চন্দ্র দে, শ্যামল রায়, নরেন্দ্র ঘোষ, শ্যামল পাল, অংশুমান ভট্টাচার্য (রাখু), রনি চক্রবর্ত্তী, পিন্টু কুমার বৈদ্য, বিশ্ব রঞ্জন দেব-(হিরক), রূপক দেব, যীশু কৃষ্ণ দেব-(জনি), সুকমল রায় চৌধুরী, সুশান্ত চক্রবর্ত্তী, লক্ষণ ঘোষ, সর্জীব বৈদ্য, বাপ্পি চন্দ, সন্তুষ দত্ত, রনি বৈদ্য, মৃদুল কর্মকার, অধীর কর, লিমন দেব, সঞ্জয় কর্মকার, রেদুয়ান, রনি চন্দ্র কর, সাগর কর, বিজয় কর।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি