শামীম চুপ, অহনা বললেন, ‘আমরা কোথাও লিখি নাই বিয়ে করতে যাচ্ছি’

বিনোদন ডেস্ক;
  • প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

এ বছর ফেব্রুয়ারি মাসের কথা। অভিনেতা শামীম হাসান সরকার ফেসবুক পোস্ট করে লিখেছিলেন, ‘এই নদী যত দিন বহমান! ভালোবাসি অহনা রহমান’। সেদিন ছিল অভিনেত্রী অহনার জন্মদিন। একসঙ্গে তাঁদের ছবিও ফেসবুকে পোস্ট করেছিলেন এই তারকা। অহনাও তাঁর ফেসবুকে একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন। এই জুটি নিয়ে তখন বিনোদন অঙ্গনে চাউর—এই দুই তারকা চুটিয়ে প্রেম করছেন।

সত্যি কি শামীম ও অহনা প্রেম করছেন? তবে প্রেমের বিষয়টি কেউই স্বীকার করেননি। পরে পারিবারিকভাবেও দুই তারকার পরিবার একসঙ্গে দেখা করে। সেই সময় জানা গিয়েছিল তাঁরা বিয়ে করতে যাচ্ছেন। তবে এ বিষয়ে মুখ খোলেননি অহনা ও শামীম হাসান। অনেকেই বলছিলেন, তাঁদের বন্ধুত্বের সম্পর্কটাই এমন। সেই সম্পর্ক এখন কেমন?

সম্প্রতি এই দুই অভিনয়শিল্পীর ‘পকেটমার’ নামে একটি নাটক মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। সেই নাটকটির প্রশংসা ও সমালোচনা দুই শুনতে হচ্ছে তাঁদের।

শামীম হাসান বলেন, ‘নাটকটির শুটিং রোজার ঈদের মধ্যে করেছিলেন। সেই সময়ে মুক্তি পেলে আরও বেশি দর্শক পাওয়া যেত। তবে যাঁরা দেখছেন, তাঁরা প্রশংসা করেছেন।’ অন্যদিকে নাটকটি নিয়ে অভিনেত্রী অহনা রহমান বলেন, ‘আমার সব কাজই পছন্দের। নিজের কাজ নিয়ে আমি কি বলব। ভালো, এ জন্যই তো অভিনয় করেছি।’

নতুন এই জুটি এ বছর একসঙ্গে সর্বাধিকসংখ্যক নাটকে অভিনয় করেছেন। তাঁদের অভিনীত ‘যেমন বউ তেমন শাশুড়ি’, ‘বিয়ে ট্রাবল’, ‘ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া’সহ একাধিক নাটকের ভিউ কোটি পেরিয়ে। সম্প্রতি তাঁদের নাটকে কিছুটা কম দেখা যাচ্ছে। কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে শামীম বলেন, ‘আমরা কাজ করছি তো। একসঙ্গে অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে। সামনে কো-আর্টিস্ট হিসেবে কাজ করব।’

অহনা রহমান বলেন, ‘জুটি হিসেবে আমাদের পছন্দ করেন দর্শক। আমরা কাজ করছি। আমরা একসঙ্গে অনেকগুলো কাজ করে ফেলেছি। এখন ওর ডিফারেন্ট ক্যারেক্টার, অন্য কলিগ রয়েছে, আমারও ডিফারেন্ট ক্যারেক্টার, অন্য কলিগ; সবার সঙ্গে অভিনয় করব। এখন আমরা একসঙ্গে অভিনয় করলেও এক্সক্লুসিভ কাজগুলো করব। ঈদের আগপর্যন্ত আমরা অনেক কাজ করেছি। যে কারণে ঈদের পরে গ্যাপ নিয়েছি। এখন একটা গ্যাপ নিচ্ছি। এখন কাজ পছন্দ না হলে করব না।’

শুরু থেকেই দুই তারকাকে একসঙ্গে দেখে ভক্তদের নানা রকম প্রশ্ন। ব্যক্তিগত প্রসঙ্গে জানতে চেয়েছিলাম দুই অভিনয়শিল্পীর কাছে।

অহনা রহমান বলেন, ‘আমাদের একসঙ্গে ছবিতে দেখেছে ভক্তরা। আমরা বন্ধু, দুই পরিবারের মধ্যে দেখা হয়েছে। কিন্তু আমরা কি কোথাও লিখেছি, আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা মানুষের ইমাজিনেশন। আমরা কেউ কখনোই লিখিনি বিয়ে করতে যাচ্ছি, আমাদের কেউ লিখেছে, “বিয়ে করতে যাচ্ছি দোয়া করবেন” এটাও তো মনে পড়ে না। আমরা একসঙ্গে দুই পরিবার দেখা করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস হতে পারে না? শুধু এটাই।’ শামীম হাসান সরকার বলেন, ‘আমাদের ফ্রেন্ডশিপটা আছে। দূরত্ব তৈরি হয়নি। এগুলো নিয়ে সাক্ষাৎকারে কিছু বলতে চাই না। এটা ব্যক্তিগত অভিমত, সবার জানার দরকার নেই। যখন বিয়ে করব, সবাইকে জানিয়েই করব।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি