শামীমা নাছরীনের বইয়ের মোড়ক উন্মোচন করলেন দুই মন্ত্রী

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১, ১১:০৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বিশিষ্ট কলামিস্ট ও লেখক অধ্যক্ষ শামীমা নাছরীন এর ‘বিশেষ শিশুর পরিচর্যা এবং প্রশিক্ষন’ নামক বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে ।

গতকাল ২৯ শে জানুয়ারি শুক্রবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ,কে আব্দুল মোমেন এম পি ও মাননীয় এলজিইআরডি মন্ত্রী জনাব তাজুল ইসলাম এম পি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভি আই পি অভ্যর্থনা কক্ষে ‘বিশেষ শিশুর পরিচর্যা এবং প্রশিক্ষন’ নামক বইটির মোড়ক উন্মোচন করেন ।

গতকাল সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভি আই পি অভ্যর্থনা কক্ষে এই বইয়ের মোড়ক উন্মোচনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়ের আরিফুর হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান l

আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, যুবলীগ নেতা ইমদাদ ইমু, রুপম,আলামিন নাইম সহ আরো অনেকে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক অধ্যক্ষ শামীমা নাছরীন মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, কোভিট-১৯ এর কারনে দীর্ঘদিন বইয়ের কাজ বন্ধ থাকার পর অবশেষে সরকারের প্রভাবশালী দুই জন মন্ত্রীর মাধ্যমে মোড়ক উন্মোচিত হয়ে আলোর মুখ দেখতে পেলো সমাজে অবহেলিত বিশেষ শিশুদের জন্য লিখা আমার বইটি l যার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি l

তিনি আবেগাপ্লুত কণ্ঠে আরো বলেন, ”আমার এই আনন্দের দিনটুকু স্মরণীয় করে রাখার জন্য আমি মন্ত্রী মহোদয়গন সহ অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে আমার ঋণভার স্বীকার করছি, সকলকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ”l “বিশেষ ধন্যবাদ জানাই মেয়র মহোদয়কে, আমার আনন্দ ভাগ করে নেয়ার জন্য প্রত্যককে আমি হ্নদয়ের অন্তঃস্থল থেকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।”

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি