শামসুদ্দিন হাসপাতালে ‘হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা’ দান করলেন নাদেল

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ১১:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

বর্তমানে বিশ্বব্যাপি নভেল করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে বাংলাদেশ এক দুর্যোগময় সময় অতিক্রম করছে। সিলেটের করোনা আক্রান্ত রোগীরা আজ দিশেহারা। এমতাবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আক্রান্ত রোগীদের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সাহ্যার্থে এই অত্যাধুনিক যন্ত্র হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা দান করেন তিনি।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা স্থাপনের ফলে করোনা ভাইরাসে আক্রান্ত অধিক শাসকষ্টে ভোগা রোগীরা উন্নত সেবা পাবে। তিনি দেশের এই প্রাকৃতিক কিংবা মানবিক বিপর্যয়কালে সমাজের বিত্তবানদের বিপদগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়াবার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. মো. খালেদ মাহমুদ, আর এম ও আবাসিক মেডিকেল অফিসার ডা. জন্মেজয় দত্ত, মেডিকেল অফিসার নাজমুস সাকিব, এ্যানেস্থেসিস্ট ডা. হুসেন আহমদ রুবেল, ডা. বিনায়েত ভট্টাচার্জ, সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, ইমরান আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি