সব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহত তৌহিদুল আলম প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী নতুন বাজার এলাকায় স্বপ্নীল ছাত্রাবাসের একটি রুমে থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল।
তিনি বলেন, ওই ছাত্রবাসের ৬ নাম্বার রুমে থাকতেন প্রত্যয়। সোমবার রাত ৮টায় গলায় ফাঁস দেয়া অবস্থায় প্রত্যয়ের মরদেহ ঝুলতে দেখে প্রক্টরিয়াল বডিকে খবর দেয় তার সহপাঠীরা।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদির্শন করেছে। তবে প্রত্যয় কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এর আগে আরো দুই-একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
অন্যদিকে সহকারী প্রক্টর ড. আলমগীর কবীর জানান, ধারণা করা হচ্ছে ব্যক্তিগত হতাশার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রত্যয়।
এব্যাপারে সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি